আমাদের গল্প
Agro Hut - নিরাপদ খাদ্যের এক বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রাপ্তিস্থান। তাই Agro Hut এর পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ।
আধুনিক প্রযুক্তির এই যুগে যখন মানুষের জীবনমান ক্রমশ উন্নত হচ্ছে তখন একইসাথে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে রোজরোজ। যার অন্যতম প্রধান কারণ - খাদ্যে ভেজাল/বিষক্রিয়া।
অতিরিক্ত মুনাফা, অল্প সময়ে অধিক টাকা আয়ের লোভে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু অসাধু ব্যবসায়ীদের হাতে আমাদের জীবন জিম্মি হয়ে আছে। কীটনাশক, ফরমালিন, হরমোন স্প্রে, কেমিক্যাল - কোন কিছুই তারা বাদ রাখেনি খাবারে মেশাতে। আর সেই জন্যই প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। তাই মানবিক দায়বদ্ধতা থেকেই ২০২০ সালে আমরা আমাদের যাত্রা শুরু করি। আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার যোগান দিতে Agro Hut নিরলস কাজ করে যাচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত খাদ্যসামগ্রী সংগ্রহ করে আমরা আপনাদের হাতে পৌঁছে দেই। প্রান্তিক পর্যায়ের কৃষক, উৎপাদকের কাছ থেকে সংগ্রহ করা এই খাদ্যসামগ্রী প্রথমে আমরা নিজেরা ব্যবহার করে মান সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আপনাদের হাতে পৌঁছে দেই। অর্থাৎ, পণ্যের গুণগত মান নিয়ে আমরা আপনাকে দিচ্ছি সর্বোচ্চ নিশ্চয়তা। আর এজন্য আমরা গর্ব ভরে বলতে পারি, Agro Hut নিজেদের পরিবারের জন্য যা পছন্দ করে, তাই-ই গ্রাহকদের জন্য বাজারজাত করে থাকে।
''ROOT WITH AGRICULTURE FOOD'' এ মূলমন্ত্রকে ধারণ করে যাত্রা শুরু বিশুদ্ধ খাদ্য পণ্য সরবারহের প্রতিষ্ঠান "Agro Hut"।
আমাদের তথ্য
House-258, Road-11, Block-B, Chandgoan R/A, Chittagong 4212 Chittagong, Chittagong Division, Bangladesh